প্রশ্ন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
উত্তর: Ministry of Fisheries and Livestock.
প্রশ্ন: মৎস্য অধিদপ্তর-এর ইংরেজি নাম কি?
উত্তর: Department of Fisheries।
প্রশ্ন: প্রাণিসম্পদ অধিদপ্তর-এর অবস্থান কোথায়?
উত্তর: ফার্মগেট, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (BFDC) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬৪ সালে।
প্রশ্ন: BFDC'র পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Fisheries Development Corporation।
প্রশ্ন: মেরিন ফিশারিজ একাডেমি (MFA)-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৭৩।
প্রশ্ন: মেরিন ফিশারিজ একাডেমি কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ময়মনসিংহ।
প্রশ্ন: মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: সাভার, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় মাছ কী?
উ: ইলিশ।
প্রশ্ন: বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?
উ: ময়মনসিংহে।
প্রশ্ন: বাংলাদেশে কয়টি সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র আছে?
উ: ৮৬টি।
প্রশ্ন: মাছ কোন জাতীয় খাদ্য?
উ: প্রাণিজ আমিষ।
প্রশ্ন: White Gold কী?
উ: বাংলাদেশের চিংড়ি সম্পদ।
প্রশ্ন: সোনাদ্বীপ কেন বিখ্যাত?
উ: সামুদ্রিক মাছ শিকারের জন্য।
প্রশ্ন: পুকুরে কোন মাছ বাঁচে না?
উ: ইলিশ।
প্রশ্ন: মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ?
উ: তেলাপিয়া।
প্রশ্ন: বাংলাদেশে কী কী জাতের চিংড়ি চাষ করা হয়?
উ: গলদা, বাগদা, চাপদা ও চাপড়াই জাতীয় চিংড়ি।
প্রশ্ন: 'রেণু পোনা' কখন ছাড়া হয়?
উ: বর্ষাকালে।
প্রশ্ন: বাংলাদেশের মৎস্য আইনে কত সে. মি. কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
উ: ২৩ সে. মি.।
প্রশ্ন: দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত হয় কোথায়?
উ: বাগেরহাটে।
প্রশ্ন: বাংলাদেশের স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত?
উ: ২৭০টি।
প্রশ্ন: ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র কোথায়?
উ: চাঁদপুরে।
প্রশ্ন: চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উ: বাগেরহাট জেলায়।
প্রশ্ন: "Trust Sector' বলা হয় কাকে?
উ: হিমায়িত খাদ্যকে।
প্রশ্ন: চিংড়ি চাষের জন্য কোন অঞ্চলকে 'বাংলাদেশের কুয়েত সিটি' বলা হয়?
উ: খুলনা অঞ্চলকে।
প্রশ্ন: বাংলাদেশের সাধারণ মানুষ যে প্রাণিজ আমিষ গ্রহণ করে তা মাছ থেকে কত ভাগ আসে?
উ: ৬০ ভাগ।
প্রশ্ন: গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি কোন পানিতে চাষ করা হয়?
উ: গলদা চিংড়ি স্বাদু পানিতে, বাগদা চিংড়ি লোনা পানিতে।